শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় শিক্ষক সমাজের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ জুলাই, ২০২২

সাভারে ছাত্র জিতু কর্তৃক শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এ্যালংজানি গ্রামের উৎপল কুমার সরকার। জিতু নামে একজন ছাত্র নৃশংস ভাবে তাকে হত্যা করেছে। উল্লাপাড়া উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার বেলা ১১টায় উল্লাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন শিক্ষক সমাজ। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। সভায় বক্তারা ঘাতক ছাত্রের সুষ্ঠু বিচারের দাবি জানান। মানববন্ধনটি প্রতিবাদ সভার রুপ নেয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাকশিস সিরাজগঞ্জ শাখার সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সংগঠনের কামারখন্দ শাখা সভাপতি হাসানুর রহমান, বেলকুচির সভাপতি নজরুল ইসলাম, শাহজাদপুরের সভাপতি রুহুল আমিন, শিক্ষক নেতা আলপনা ভৌমিক, সামাউন কবির, রফিকুল ইসলাম খোকন, আব্দুল খালেক, নিহত উৎপলের ভাই অলক বন্ধু সরকার, ফাহিমা তন্বী প্রমুখ।
মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনেক স্কুল-কলেজের ছাত্রীদেরকেও মানববন্ধনে অংশ গ্রহন করেন।
গত ২৫ শে জুন উৎপল কুমার সরকার কে বেদম পিটিয়ে মারাত্মকভাবে আহত করে জিতু নামে এক ছাত্র। ২৭ শে জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়। পুলিশ প্রথমে তার বাবা কে ও গতকাল আসামী জিতু কে গ্রেফতার করে। উল্লাপাড়ায় শিক্ষক সমাজের মানববন্ধন করা হয়।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ