বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের বিশেষ অভিযানে ৪০ পিস ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ তিন জন গ্রেফতার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, মাদক কেনা-বেচার গোপন খবরে শনিবার ভোর রাতে বরিশাল র্যাব-৮ সদস্যরা উপজেলার বাইপাস সড়কের ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে সাতক্ষীরা জেলার রসুলপুর এলাকার সহিদুল ইসলামের ছেলে তুহিন বিশ্বাস (২১), একই জেলার কুশখালী এলাকার জিহাদ আলীর ছেলে ইমরান হোসেন (২৮), একই জেলার বাবুলিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে সেলিম রেজা (২৪) এর কাছ থেকে ৪০ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করে র্যাব সদস্যরা।
এ ঘটনায় র্যাবের ডিএডি আনসার আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-১, (০১-০৭-২০২২)।
গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়িকে শনিবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার , ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৩০শে রজব, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ গ্রেফতার তিন
প্রকাশিত হয়েছে- শনিবার, ২ জুলাই, ২০২২