মঙ্গলবার , ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আগৈলঝাড়ায় উৎসব মুখর পরিবেশে রথযাত্রা উৎসব পালন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ জুলাই, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় ব্যপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেল চারটায় উপজেলা সদরের ইসকন জগন্নাথ মন্দির থেকে পুণ্যর আশায় রথে বসিয়ে জগন্নাথদেব, বলরাম আর সুভদ্রার প্রতিকৃতি নিয়ে হাজার শিশু, নারী, পুরুষ ভক্তরা উপজেলা সদর থেকে বড়মগগড়া হয়ে কোদালধোয়া ইসকন মন্দিরে রথ নিয়ে যান।
এসময় পুলিশী নিরাপত্তায় হাজার হাজার ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীরা বিভিন্ন বাদ্য-বাজনা, শাখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে আনন্দ উল্লাস করে পূণ্য লাভের আশায় রথের রশি ধরে টেনে নিয়ে যান। এর আগে উপজেলা সদরের ইসকন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের স্নান, নিত্য পুজা, ভোগরাগ ও প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে উপজেলা সদরে শ্রী শ্রী বিষ্ণু মন্দির, বাশাইল মন্দির, বারপাইকা মন্দির, রথখোলা মন্দির থেকে রথ টেনে উৎসব পালন করেন ভক্তরা।
রথযাত্রা উৎসব উপলক্ষে “রথ দেখা ও কলা বেচা” প্রবাদ প্রবনের মেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন মন্দির প্রাঙ্গনে। অনুষ্ঠিত মেলায় আগত লোকজন ভক্ত ও দর্শনার্থীরা হরেক রকম জিনিসপত্র কেনাকাটা করে।
তবে উপজেলার গৈলা ইউনিয়নের ‘রথখোলা’ নামকরনের স্থানে জায়গা সংকুলান না হওয়ায় রথযাত্রা উৎসব পালনে বিঘ্ন ঘটে। স্থানীয় ভূমিদস্যুরা রথখোলার নামে রেকর্ডিও ১৩ শতক জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রশাসনের কাছে রথখোলর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে আসছেন বছরের পর বছর। তবে ওই দেবোত্তর ওই সম্পত্তির অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের কার্যকর কোন উদ্যোগ দেখা যায়নি।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ