বরিশালের আগৈলঝাড়ায় সাবেক ইউপি সদস্যর মাদক ব্যবসায়ি পুত্র কামাল সরদার ইয়াবাসহ ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার। ডিবি’র মামলা দায়ের।
মামলার তদন্তকারী অফিসার আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির সঙ্গিয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজারের ব্রীজের উত্তর পাশে কামাল সরদারের বাড়ির সামনে মাদক কেনা-বেচার খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে সাজুরিয়া কাজীর গ্রামের সাবেক মেম্বর সাদের আলী সরদারের মাদক ব্যবসায়ি ছেলে কামাল সরদার (৪১) দৌড়ে পালানোর সময় তাকে আটক করে। আটক কামালের কাছ থেকে ২৫পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে সোমবার রাতে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামালকে আসামী করে মামলা দায়ের করেন, নং-৭ (২৭.৬.২২)। গ্রেফতারকৃত কামালকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় ডিবি’র অভিযানে ইউপি সদস্যর পুত্র ইয়াবাসহ গ্রেফতার
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুন, ২০২২