আমার নাম সন্ধ্যা তারা
ছোট আমার গ্রাম
মা-বাবার সাথে আমি
ভালো দিন কাঁটাতাম।
বাবা ছিল ছোট কৃষক
মা ছিল গৃহীনি,
তাদের মাঝে আমি ছিলাম
দুঃখের খোকা মনি।
ইচ্ছে আমার পড়াশোনা করে
অনেক বড় হবো।
দুঃখের কপাল,
অভাব তখন আমার বাড়িতেই এলো
মনের জোরে বলি আমি,
অনেক বড় হবো,
মা-বাবার সব স্বপ্ন গুলো
পুরোন করেই দিবো।