রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নারীকে ধর্ষণ চেষ্টা ; থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুন, ২০২২
যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে এক নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্থানীয় মেম্বারসহ একটি পক্ষ ধামাচাপা দেয়ার চেষ্টা করা অবস্থায় ভূক্তভোগী নারীকে মারধর করা হয়েছে। ভুক্তভোগী নারী ঐ গ্রামের ফরহাদ শেখের স্ত্রী।
জানা যায়, দীর্ঘ দিন ওই এলাকার সোনা মিয়ার পুত্র হাই শেখ(৪০) প্রাই সময় ঐ নারীকে উত্তক্ত করে আসছিল। সে লোক লজ্জায় কাউকে কিছু বলেনি। ভূক্তভোগী নারী বলেন, গত ৩১মে আমার স্বামী কাজের উদ্দেশ্য ঢাকায় যায়, সেই কারণে আমি বাড়িতে একা থাকার সুযোগে গত ১২ জুন গভীর রাতে ঐ এলাকার  লম্পট  হাই কৌশলে আমার ঘরের দরজার খিল খুলে ঘরে প্রবেশ করে ধর্ষণ করার উদেশ্য আমাকে জাপটে ধরে। আমি ভয়ে চিৎকার করলে স্থানীয় মানুষ এগিয়ে আসলে লম্পট হাই দৌড় দিয়ে পালিয়ে যায়। এর পর স্থানীয় মেম্বার মিমাংসার কথা বলে টালবাহানা করতে থাকে। আমি নিরুপায় হয়ে গত ২৪জুন থানায় অভিযোগ দেয়ার কথা বললে লম্পট হাইসহ ৫জন মিলে আমাকেসহ আমার ভাই ও বৃদ্ধা মা কে বেধড়ক মারধর করে। আমি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ঔষধ খেয়ে কিছুটা সুস্থ হয়ে ২৫জুন অভয়নগর থানায় অভিযোগ করেছি। আমি এর বিচার চাই।
এবিষয়ে পাথালিয়া ৭নং ওয়ার্ডের মেম্বার নাদিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শান্তি প্রিয় মানুষ, আমি চাই বিষয়টি মিমাংসা করে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এছাড়া আমি আর কি করতে পারি। এবিষয়ে পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সামছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।