পঞ্চগড়ের আটোয়ারীতে এক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেলের ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যূর খবর পাওয়া গেছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার (২১ জুন) বিকেল প্রায় ৫টার সময় উপজেলার ফকিরগঞ্জ বাজার-তোড়িয়া সড়কের নিতুপাড়া গ্রামে ঘটে। উল্লেখ, তোড়িয়া মধ্যকাটালী গ্রামের জনৈক খোরশেদ আলীর পুত্র ইসমাইল হোসেন (২৭) নামক এক ব্যক্তি উপজেলার ফকিরগঞ্জ বাজার হতে তোড়িয়া অভিমুখে মোটর সাইকেলযোগে দ্রুতগতিতে যাওয়ার সময় নিতুপাড়া গ্রামের মহেন্দ্র ডাক্তার এর বাড়ীর সামনে গেলে নিতুপাড়া গ্রামের জনৈক অতুল চন্দ্র দেব এর স্ত্রী তিন সন্তানের জননী জোসনা রানী রাস্তা পার হওয়ার প্রাক্কালে মোটর সাইকেলের চাকার সামনে পড়েন। জোসনা রানী মোটর সাইকেলের চাকার ধাক্কায় মাটিতে লুটে পড়েন। তাৎক্ষনিকভাবে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ইসমাইল ছিটকে রাস্তায় পড়ে সামান্য আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মোটর সাইকেল দূর্ঘটনা কবলিত রোগী জোসনা রাণীর মৃত্যূর খবরটি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর নিশ্চিত করেছেন। ওইদিন সন্ধায় বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করেন। কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ সৎকারের অনুমতি দেন পুলিশ কর্মকর্তা।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে মোটর সাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যূ
প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুন, ২০২২