বুধবার , ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্বাস্থ্য সেবা দিতে ঢাকা থেকে সিলেট যাচ্ছে চিকিৎসক দল

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুন, ২০২২
বন্যা কবলিতদের চিকিৎসা সেবা দিতে সিলেট যাচ্ছে চিকিৎসক প্রতিনিধি দল। শনিবার তারা ঢাকা থেকে সিলেট যাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেট বিভাগের বন্যা পরিস্থিতিতে করণীয় নিয়ে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘ঢাকার চিকিৎসক দলটির সঙ্গে স্থানীয়ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি দল কাজ করবে। বন্যার পানি কমতে থাকলে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তখন আমাদের কাজ বাড়বে।’
অধ্যাপক কবীর বলেন, ‘অসুস্থ ও আহতদের চিকিৎসা দিতে শনিবার ঢাকা থেকে আমাদের একটি দল সিলেটে যাবে। একই সঙ্গে স্থানীয় আরও একটি দল এতে যোগ দেবে। দুটি দলই সেনাবাহিনী, স্থানীয় প্রশাসনসহ সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক, বিভাগের সব জেলার সিভিল সার্জন ও স্বাস্থ্যসেবা বিভাগের বিভিন্ন কর্মকর্তা।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ