আপনার সন্তানের ভবিষ্যৎ পোড়াবেন না, গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করুন। ” এই স্লোগানকে সামনে রেখে সিসিডিবি পাবনার আয়োজনে পাবনায় ১০ কিলোমিটার ব্যাপী এক গণ সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
বৈশ্বিক উষ্ণতা রোধে কার্বন নিঃসরণ হ্রাস বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় পাবনা টাউন হলের সামনে এক সমাবেশে পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান তার বক্তব্যে বলেন- বর্তমানে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পরিবেশ নিয়ে,
এসডিজি’র মূল লক্ষ্যই হচ্ছে পরিবেশ সুরক্ষা। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ অগ্রাধিবকার প্রকল্পের একটি হচ্ছে পরিবেশ সুরক্ষা, তাই পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে স্ব- স্ব জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে।
সিসিডিবি – সিপিআরপি’র পাবনা এরিয়া ম্যানেজার ডেনিশ মারান্ডীর সভাপতিত্বে ও সিসিডিবি’র প্রোগ্রাম অফিসার পিটার সরকার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর পাবনা অফিসের সহকারি পরিচালক নাজমুল হোসাইন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক – কলামিস্ট আব্দুল হামিদ খান।
এরপর প্রধান অতিথি শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য শোভাযাত্রাটি শহরতলী জালালপুর সিসিডিবি অফিস থেকে ভ্যান যোগে শহরের পূর্বাঞ্চলের বিভিন্ন সড়ক ঘুরে টার্মিনাল হয়ে টাউন হলের সামনে জমায়েত হয়।
সমাবেশ ও আনুষ্ঠানিক উদ্বোধনের পর আবার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পশ্চিমাঞ্চলের বিভিন্ন সড়ক- মহাসড়ক ঘুরে বাইপাস হয়ে জালালপুর সিসিডিবি অফিসের সামনে শেষ হয়। ভ্যানের ওপর গাছের চারা, বন্ধুচূলা ও নানান রঙের প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে শোভাযাত্রাটি যখন বিভিন্ন এলাকা পার হয় তখন রাস্তার দুপাশের মানুষ হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানায়।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর, পাবনা’র সহকারি পরিচালক নাজমুল হোসাইন বলেন, কার্বন নিঃসরণ রোধ করতে হলে, আমাদেরকে পূনঃব্যবহারযোগ্য জ্বালনী ব্যাবহার নিশ্চিত করতে হবে। সে ক্ষেত্রে সৌর বিদ্যূৎ ও পারমানবিক বিদ্যূতের দিকেই আমাদের ঝুঁকতে হবে।
#CBALO / আপন ইসলাম