শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে চা বাগানে মানবন্ধন কে কেন্দ্র ২ গ্রুপে সংঘর্ষে আহত-৬

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২০

মোঃ শাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মানববন্ধনকে কেন্দ্র করে চা বাগানের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় ৬ জন আহত হয়েছে। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দুপুর দেড়টায় মানববন্ধন অনুষ্টিত হয়। জানা যায়, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রকল্পে বরাদ্ধকৃত ৫ হাজার টাকা প্রনোদনা বিতরনের ১৯৮ জনের তালিকায় প্রকৃত সুবিধা বঞ্চিত শ্রমিকদের অগ্রধিকার না দিয়ে চা বাগানের স্টাফ,ব্যবসায়ী,এক পরিবারের একাধিক ব্যক্তির নাম অর্ন্তভূক্ত করার অনিয়ম,স্বজনপ্রীতি দূর্নীতির প্রতিবাদে চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানুর নেতৃত্বে রবিবার সকাল ১১টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ন্যাশনাল টি কোম্পানীর কুরমা চা বাগান মাঠ লাইন এলাকায় তালিকায় বাদ পড়া সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের নিয়ে মানববন্ধনের ডাক দেন।

 

এতে আপত্তি জানান একই চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নারৎ পাশী ও তার অনুসারিরা। গীতা রানী কানুর অনুসারীরা মানববন্ধন করতে চাইলে বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতির অনুসারি সাদাত আলি, সাধু পাশি, সুরজান, গীতাদাশ. হারিছ মিয়া বাকবিতন্ডতায় জড়িয়ে এক পর্যায়ে গীতা রাণী কানুসহ মানববন্ধনে জড়ো হওয়া সুবিধাবঞ্চিত চা শ্রমিক নওশাদ মিয়া ,বাবুল কৈরী,কার্তিক পাল ও তার সহ ধমর্নী উষা পালের উপর হামলা চালিয়ে আহত করে। ধাওয়ার কারনে মানববন্ধন পন্ড হয়ে যায়। মানববন্ধন বিরোধীরা এক পর্যায়ে মানববন্ধনকারী গীতা রাণী কানুকে বাবুল কৈরীর দোকান গৃহে ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এই ঘটনার খবর বাগানে ছড়িয়ে পড়লে গীতা রানী কানুর অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে নারৎ পাশীর অনুসারীদের ধাওয়া করে গীতা রানী কানুকে উদ্ধার করে। এই সময় উভয় পক্ষের লোকজনদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশের উপস্থিতিতে দুপুর ১ টায় মানববন্ধন অনুষ্টিত হয়।

 

গীতা রানী কানূ অভিযোগ করে বলেন. আমরা শান্তিপুর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন কালে হঠাৎ করে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতির অনুসারিরা আমাদের উপর হামলা চালিয়ে আমাকে ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে লোকজন এগিয়ে আসলে তার (সভাপতির) লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় আমরা ৩ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নারৎ পাশী বলেন, গীতা রানী কানু অন্য বাগান থেকে আমাদের বাগানে এসে বাগানে বিশৃংঙ্খলা করার জন্য পায়তারা করে। তার উপরে হামলা ঘটনা অস্বীকার করেন। কমলগঞ্জ থানার (ওসি) মো. আরিফুর রহমান মানববন্ধণ নিয়ে কুরমায় চা বাগানে দুই পক্ষের মাঝে উত্তেজনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া গীতা রানী কানুর নেতৃত্বে চা শ্রমিকদের একটি পক্ষ মানববন্ধন কর্মসূচিও পালন করেছে। এঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৫টায় বাগানে উত্তেজনা বিরাজ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।