উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলেক্ষে সংগঠটি গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেন।
এদিন সকাল দশটায় সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়। পরে দলের সদস্য ও শুভকাঙ্খীদের নিয়ে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি এম সাজিদুল্লাহ সুজনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জা,
প্রবীণ রাজনীতিবিদ সুলতান আহম্মেদ ব্যুরো, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাসিন খান তিনু, জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলের প্রয়াত সদস্য ও সম্প্রতি সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এছাড়া অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন দলের নবীণ প্রবীণ সদস্যরা।
বিকালে দলের প্রতিষ্ঠা স্থান শালগাড়িয়া অশোক স্কুল প্রাঙ্গণ ও দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শেষ হয়।
‘সাহসী যৌবন আমাদের গর্ব’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দীর্ঘ চার দশক পেরিয়ে জেলার অন্যতম এই নাট্য সংগঠনটি ৪১ বছরে পদার্পন করেছে। ‘মঞ্চের আলোয় আলোকিত হয় বারবার, আমরা নই মাথা নোয়াবার’ চলতি বছর এই স্লোগানকে সামনে নিয়ে নাট্য সংগঠনটি তাদের কার্মসূচি পালন করে।
#CBALO / আপন ইসলাম