মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বীর মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে উপজেলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য-৭০ (পাবনা-৩) আলহাজ্ব মো. মকবুল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি পাবনা জেলা কমান্ড্যান্ট মজিবুল হক, আনসার ও ভিডিপি পাবনা সহকারী জেলা কমান্ড্যান্ট শাহ্-আলম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক আবু সামা।

ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলামের রিপোর্টের মাধ্যমে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল। এসময় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট দুই’শ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। সমাবেশে সাফল্য অর্জনকারীদের মাঝে বাইসাইকেলসহ পুরস্কার বিতরণ করা হয়।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।