মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে  চাঁদভায় বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুন, ২০২২
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা (রাঃ) ‘আনহা’ সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পাবনার আটঘরিয়ার  চাঁদভা বাজার বনিক সমিতি সোমবার (১৩ জুন) বিকালে চাঁদভা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে হাজার হাজার মুসলিম জনতা অংশ নিয়ে ভারতের নুপুর শর্মা এবং নবীন জিন্দালের বিরেদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করে অনতিবিলম্বে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
চাঁদভা বাজার বনিক সমিতির সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি চাঁদভা বাজার থেকে শুরু হয়ে বাচামারা মোড়, চাঁদভা কড়ইতলা প্রদক্ষিণ শেষে চাঁদভা বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি ইদ্রিস আলী, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ইউনুস আলী, আব্দুল রব, হাফেজ মও, আবু বক্কার, আমিরুল ইসলাম প্রমুখ।  শেষে মোনাজাত পরিচালনা করেন মও,আব্দুল কুদ্দুস আলী।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।