পাবনার ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র-চোরাই মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা। রোববার (১২ জুন) দিনগত রাতে র্যাব-১২, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার কিশোর রায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
আটকরা হলেন- পাবনার ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়াপাড়া মহল্লার আফছার আলীর ছেলে মনিরুজ্জামান মনি (৩৮) ও পূর্ব টেংরী জিগাতলা মাহাতাব কলোনীর আঃ রাজ্জাকের ছেলে সোহেল রানা (৪০)।
কিশোর রায় জানান, রোববার (১২ জুন) রাত ৩টার দিকে র্যাব-১২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের পূর্বটেংরী জিগাতলার জাহিদ হোসেনের ৩য় তলা বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল, একটি বড় ছুরি, তিনটি, হাসুয়া, একটি বড় তলোয়ার, একটি চাপাতি, একটি মোবাইল, একটি সিম জব্দ করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, রোববার (১২ জুন) রাতে র্যাব-১২ আসামীদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছে।
মামলা নথিভুক্ত করে সোমবার (১৩ জুন) আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হবে। আটকদের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১২টি মামলা আদালতে বিচারাধীন আছে।
#CBALO / আপন ইসলাম