রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা ঘরচালায় চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসী হামলায় আহত-৪ থানায় এজাহার দায়ের

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুন, ২০২২
সাতক্ষীরার বল্লী ইউপির ঘরচালায় বসতভিটা মাটি দিয়ে ভরাটকালে চাঁদার টাকা না দেওয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত- ৪ সদর থানায় এজাহার দায়ের। এজাহার সুত্রে জানাযায়, শনিবার (১১ই জুন) সকাল ১০টার সময় সাতক্ষীরা সদরের বল্লী ঘরচালা গ্রামের আলী রহমানের ছেলে হাসান আলী তার নিজ বসতভিটার নিচু জায়গা মাটি দিয়ে ভরাটকালে একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী – মৃত আমানুল গাজীর ছেলে আলাউদ্দিন গাজী, লতিফ মোড়লের ছেলে নাজমুল হোসেন লাল্টু, মৃত ছামছুর রহমান মোল্যার ছেলে হায়দার আলী মোল্যা, মৃত আব্দুর রশিদ মোল্যার ছেলে মিলন হোসেন, মৃত আব্দুল মান্নান মোল্যার ছেলে আনারুল ইসলাম মোল্যা ও রবিউল ইসলাম মোল্যা, মৃত সুরুব মোল্যার ছেলে ওহাব ওরফে বাবু মোল্যা সহ অজ্ঞাত ৪/৫ জন ভুক্তভোগীর কাছে চাঁদার দাবী করেন। দাবীকৃত চাঁদার টাকা দিতে হাসান আলী অস্বীকার করলে উক্ত সন্ত্রাসী বাহিনী লোহার রড, বাঁশের লাঠি, হাতুড়ি, কাঠের বাটাম, নিয়ে দলবদ্ধ হয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে,  হাসান আলী সহ তার ভাই  শহিদ রহমান, চাচা আজগর আলী, চাচাতো ভাই সাইদের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর নিলাফোলা ও হাড়কাটা রক্তাক্ত জখমপুর্বক বসত ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর সহ নগত অর্থ লুট করে। হাসান আলীর পরিবারের আত্নচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলে এই চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা সদর হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এ বিষয় সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত বিশ্বজিৎ অধিকারীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, এজাহার পেয়েছি, তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।