পাবনার ভাঙ্গুড়ায় রেলের ভুমিতে অবৈধ ভবন নির্মাণের দায়ে সেলিম হোসেন ডলারসহ ৫ শ্রমিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরের দিকে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাসা হোসাইন ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। এসময় সেলিম হোসেন ডলারসহ ৫শ্রমিকই উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের ভাঙ্গুড়া উপজেলায় যে ভুমি রয়েছে সেই ভুমিতে কৃষি ভুমি হিসেবে বাৎসরিক লীজ নিয়ে মাছের চাষাবাদ করে আসছিলেন সেলিম হোসেন ডলার। সরকারি নির্দেশনা অমান্য করে তিনি এর আগে পাশেই একটি ভবন নির্মাণ করেছিলেন। কিন্তু তিনি আবারো সম্প্রতি বছরের শুরুর দিকে সরকারি নির্দেশনা উপেক্ষা করে নতুন করে ভবন নির্মাণ কাজ শুরু করেন। এ নিয়ে স্থানীয় ও জাতীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সোমবার সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাসা হোসাইন ভ্রাম্যমাণ আদালতে শ্রমিক মুনজিল, উজ্জল,মাহতাব,ইসলাম,যদু সরদার কে ১ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এ সময় লীজ সূত্রে ভুমির মালিক নির্মাণের কাজে শ্রমিক নিয়োগের হুকুম প্রদানের দায়ে সেলিম হোসেন ডলারকে ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাসা হোসাইন বলেন, সরকারি ভুমিতে অনুমোদন ব্যতীত ভবন নির্মাণের দায়ে নির্মাণের কাজে জড়িত থাকার অপরাধে ৫জন কে ১হাজার টাকা করে ও নির্মাণের কাজে শ্রমিক নিয়োগের হুকুম প্রদানের দায়ে মালিককে ১ হাজার টাকা জরিমানার আদেশ করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম