শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুজানগরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুন, ২০২২

সারা দেশের ন্যায় পাবনার সুজানগরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের আয়োজনে, সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা চত্বরে দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৭ বছরে পর্দাপণ উপলক্ষে উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে হল রুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান। সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তৌফিক হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক ও কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলর জাকির হোসেন, মাই টিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, এশিয়ান টিভির পাবনা প্রতিনিধি ফজলুল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি জামিলুর রহমান লিটন,যুগ্ন সম্পাদক এসএম মাসুদুর রহমান, নির্মাতা টিভি চেয়ারম্যান রাজু আহমেদ, বার্তা সম্পাদক এম মন্ধসঢ়;জু,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। এছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।