আটঘরিয়া উপজেলা যুবলীগের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গী সংগঠন ছাত্রদল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপি আন্দোলনের নামে ধবংসাত্বক সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জুন) সন্ধায় আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আটঘরিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ত্রি-রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল।
উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক গোলাম মওলার পান্নু’র সঞ্চালনায় এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, মাজপাড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি প্রভাষক আব্দুল বাতেন, সাধারন সম্পাদক আসাফুদৌল্লাহ, চাঁদভা ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারন সম্পাদক সাবান আলী, দেবোত্তর ইউনিয়ন যুব লীগের সভাপতি মাকসুদুর রহমান,
একদন্ত ইউনিয়ন যুব লীগের সাধারন সম্পাদক এসএম মানিক হোসেন, আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারন সম্পাদক মুরাদ হোসেন, আটঘরিয়া কলেজ ছাত্র লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা নাসিম, বাঁধন সহ অনেকেই।
#CBALO/আপন ইসলাম