জনশুমারিতে তথ্যদিন পরিকপ্লিত উয়ন্নের অংশ নিন এই স্লোগান কে সামনে রেখে, দেশের প্রথম ডিজিটাল জনশুমারি অনুষ্টিত হতে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর ব্যবস্থাপনায় ১৫ থেকে ২১ জুন ২০২২ শুরু হচ্ছে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম । জনশুমারি ও গৃহগণনা কাজের গণনা কর্মী ও সুপারভাইজারদের চার দিনের প্রশিক্ষণ গতকাল শনিবার চাটমোহর উপজেলার ডি বি গ্রামের হোগল বাড়িয়া মাদ্রাসায় সকাল ৯ঘটিকার সময় মাদ্রাসা মিলানায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জনশুমারি কল্পের ডিবি গ্রাম ও মথুরাপুর ইউনিয়নের দ্বায়ীত্ব প্রাপ্ত জোনাল অফিসার সাইদুর রহমান সাঈদ এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার চাটমোহর পাবনা, আইটি সুপার ভাইজার মোঃশুভ উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানে সুপার আবুল হোসেন উল্লেখ্য ডিবি গ্রামের মোট ১টি পয়েন্টে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। মোট গননাকারি ১৫৩ জন ২২ জন সুপারভাইজারদের এ প্রশিক্ষণের আওতায় আনা হয় । প্রশিক্ষণ ম্যানুয়াল ও ভিডিও সহ পোজেকটরের মাধ্যমে ডিজিটাল জনশুমারিরর বিভিন্ন দিক ও গণনার নিয়ম কানুন সম্পর্কে তুলে ধরা হয়। এই প্রশিক্ষণের প্রথম দিন ৪ জুন শুরু হয়েছে। শেষ হবে ৭ জুন ।
#CBALO/আপন ইসলাম