পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বিকাল ৫ টায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদর বাজার এলাকা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি সহ-সভাপতি মোঃ রমজান আলী খান , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রন্জু,শামীম আহাম্মেদ, ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল, আজাদ খান, সরদার আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহ মোল্লা, সাবেক ছাত্রনেতা পাবনা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজ্জাদুর রহমান তারেক প্রমুখ।
#CBALO/আপন ইসলাম