সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নায়িকা এনি’র প্রথম সিনেমা “এক বিন্দু ভালোবাসা”

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ জুন, ২০২২

নবাগতা নায়িকা এনিয়া চৌধুরী এনি’র প্রথম সিনেমা “এক বিন্দু ভালোবাসা। এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় চিত্র নায়িকা এনিয়া চৌধুরী এনির অভিষেক হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন সময়ের আলোচিত ও গুনী নির্মাতা আবুল কাসেম মন্ডল।
শখ ও ইচ্ছা শব্দ গুলো ছোট হলেও এদের ব্যপ্তিকাল অনেক, মানুষের জীবনের এক-তৃতীয়াংশ সময় জুড়ে থাকে।এই শখকে পূরন করতে যেমন খেতে হয় হিমশিম।তেমনি ইচ্ছাকে পূরন করতেও প্রয়োজন বিরতীহীন পরিশ্রমের।

তেমনি একজন এনিয়া চৌধুরী এনি নিজের ইচ্ছা, মিডিয়ার প্রতি অগাধ ভালোবাসা ও অভিনয়ের প্রতি সীমাহীন প্রেম নিয়ে শহরে যাত্রা অনেক ছোট বয়সেই। এরপর শুরু হয় কন্টকাযুক্ত পথে অগ্রযাত্রা অবশেষে সুযোগ পেয়ে যায়।
নবাগত নায়িকা এনির গ্রামের বাড়ি চট্টগ্রামশহরের ফ্রিপোর্ট বন্দরটিলায় , পড়াশোনা সেখানকার স্থানীয় একটি স্কুলে এসএসসি (চলমান)।অনেক অল্প বয়সে এনির বাবা মা ২০১৬ সালে ৬ মাস অন্তর হূদরোগে আক্রান্ত হয়ে প্রথমে বাবা তারপর মা মারা যান।
তখন থেকেই শুরু হয় জীবনের চড়াই উৎরাই কঠোর জীবনযাপন। ছোট বেলা থেকে অভিনয় করার একটা প্রবল ইচ্ছা মনে মনে লালন করতেন এবং সব সময় এই বিষয় নিয়ে চিন্তা ভাবনায় মগ্ন থাকতো এনি। প্রবল ইচ্ছাশক্তি থাকা স্বত্ত্বেও পর্যাপ্ত সুযোগ না থাকার কারনে কখনো অভিনয় করা হয়ে ওঠেনি।অবশেষে চলচ্চিত্র পরিচালক আবুল কাশেম মন্ডলের “এক বিন্দু ভালোবাসা” সিনেমায় প্রধান চরিত্রে (নায়িকা) কাজ করার সুযোগ পায়।

সিনেমাটি একটি রোমান্টিক ধর্মী সিনেমা হবে, এতে এনির সঙ্গে জুটি বেধেছেন তানভীর হাসিফ ও সিফাত মুহাম্মদ। ত্রিকোণ প্রেমকাহিনীর এই সিনেমাটি পরিচালনা করছেন বর্তমান সময়ের ব্যাপক জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক আবুল কাসেম মন্ডল।

২০২১ সালের ১৯ নভেম্বর শুক্রবার সারা দেশব্যপী ১৫টি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো আব্দুল কাসেম মন্ডলের সিনেমা “হৃদয়ের আঙ্গিনায়”। এই সিনেমাটির মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন চলচ্চিত্র পরিচালক আব্দুল কাসেম মন্ডল।
সিনেমা সম্পর্কে জানতে চাইলে এনি বলেন, আমি অনেক খুশি যে প্রথম অবস্থায় আমি এতো সুন্দর একটি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। “এক বিন্দু ভালোবাসা” সিনেমার গল্পটা অনেক হূদয় ছোয়ানো, এটি একটি ত্রিকোণ প্রেমকাহিনী ধর্মী সিনেমা। আমরা অনেক আশাবাদী যে “এক বিন্দু ভালোবাসা” সিনেমাটি দর্শক প্রিয় একটি সিনেমা হবে।

এনির স্বপ্ন নিয়ে জিজ্ঞাসা করলে, এনি বলেন আমার স্বপ্ন একদিন অনেক বড় অভিনেত্রী হওয়ার । যেন একনামে পুরো বাংলাদেশ আমাকে চিনে।সিনেমা সম্পর্কে জানতে চাইলে সিনেমাটির পরিচালক আবুল কাশেম মন্ডল আমাদের জানান,অনেক সুন্দর একটি গল্প “এক বিন্দু ভালোবাসা”। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত তানভীর হাসিব (নায়ক), সিফাত মুহাম্মদ (নায়ক) ও এ্যানিয়া চৌধুরী এ্যানি (নায়িকা) এবং কাজী হায়াৎ।

এছাড়াও অভিনয় করেছেন বড়দা মিঠু, দুলারী, রাশেদা, রেবেকা, ইশরাত জাহান, চিকন আলী, সরল হাসমত, সাঙ্কু পাঞ্জা সহ আরো অনেকে। তিনি আরো বলেন, সিনেমাটিতে দেখা যাবে চারটি রোমান্টিক গান।

 

 

#CBALO/আপন ইসলাম

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ