পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন মহাসড়ক এখন কৃষকের উঠানে পরিণত হয়েছে। প্রতিদিন সড়কের ওপর ধান, খড়সহ নানাকিছু শুকাতে দেওয়ার কারণে গাড়ি চালকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ঘটছে অহরহ সড়ক দুর্ঘটনা। কয়েকদিন ধরে আটঘরিয়া উপজেলার মহাসড়কে এ চিত্র সরেজমিন দেখা যাচ্ছে।
ধানের মৌসুম এলেই উপজেলার মহাসড়ক সংলগ্ন বসবাসকারী কৃষকরা ধান, খড়, ডাল, কাঠের গুঁড়িসহ নানা পণ্যদ্রব্য শুকাতে ব্যবহার করছে প্রধান সড়কটি। বিশেষ করে দেবোত্তর ইউনিয়ন, একদন্ত ইউনিয়ন, ল¶্ণীপুর ইউনিয়ন, চাঁদভা ইউনিয়ন, মাজপাড়া ইউনিয়ন ও আটঘরিয়া পৌরসভার বিভিন্ন সড়কের উভয় পাশে হাজারও কৃষকের বসবাস। ওই সব কৃষকের উঠান কর্দমাক্ত থাকায় তারা আউশ ধান ও খড়, কাঠের গুঁড়িসহ নানা পণ্য শুকাতে ব্যবহার করছে সড়কটি। খড়ের ওপর গাড়ি চালাতে গিয়ে সিস্নপ কেটে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের।
সড়কে নিয়মিত চলাচলকারী গাড়ির চালক মো. নায়েব আলী বলেন, ‘ভেজা খড়ের ওপর দিয়ে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ রাখা যায় না। সে কারণে দুর্ঘটনায় পড়তে হয়। সড়কের অনেক জায়গায় চলাচলের অনুপযোগী হলেও তা চালক নির্ণয় করে অতিক্রম করে। কিন্তু সড়কে ধান কিংবা খড়কুটো থাকায় সড়কের খানাখন্দ নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না। ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় চালক অথবা যাত্রীদের। তিনিসহ সড়কে চলাচলকারী গাড়ির চালকরা দ্রুত সড়কের ওপর এ ধরনের কর্মকান্ড বন্ধ করার দাবি জানান।
#CBALO/আপন ইসলাম