বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের নারায়ণ হালদারের ছেলে নীলয় হালদার (১২) মঙ্গলবার সকালে খেলতে গিয়ে সবার অলক্ষে বাড়ির পাশের পুকুরে পরে যায়। বাড়ির লোকজন নীলয়কে বিভিন্ন স্থানে খুজে অবশেষে পুকুরের পানি থেকে উদ্ধার করে। নীলয়কে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি শিশু নিলয়ের পরিবারের বরাত দিয়ে আরও জানান, নীলয় একজন মৃগী রোগী ছিল। এ ঘটনায় নীলয়ের মা বিথী হালদার বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মে, ২০২২