লাইসেন্সবিহীন ভাবে ব্যবসা পরিচালনা করায় বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে চারটি ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর লাইসেন্সবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ডায়গনষ্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোকে চিহ্নিত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে আশা, ইয়াসিন, নিউ বনানী ডায়গনষ্টিক সেন্টার ও সান এক্স-রে নামের চারটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে চার ডায়গনস্টিক সেন্টার সিলগালা
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মে, ২০২২