যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত ২৭ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকিজ দরবার হলে ২০২১-২০২২ সালের নওয়াপাড়া রোটারী ক্লাবের ৩৫তম অভিষেক অন্ষ্ঠুানে মিডিয়া পার্টনার হিসেবে এ সন্মাননা দেয়া হয়। নওয়াপাড়া রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান আঃ সালাম বিশ্বাস এর সভাপতিত্বে এবং পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ্ব শাহ জালাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারন সম্পাদক মোজাফ্ফার আহমেদ এর হাতে এই সম্মাননা স্মারক প্রদান করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি ডিস্ট্রিক গর্ভনর ব্যারিষ্টার মুতাছিম বিল্লাহ ফারুকী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিজি এম খাইরুল আলম, ডিজিএন মো. আশরাফুজ্জামান নান্নু, ডিজিএনডি ইব্রাহীম খলিল আল জায়েদ পিনাক,যশোর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান টুুকুন প্রমুখ।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নওয়াপাড়া প্রেসক্লাবকে সম্মাননা স্মারক প্রদান
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মে, ২০২২