সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রজত ঘোষ সভাপতি ও আনন্দ কুমার ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ মে) বিকালে তাড়াশ কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির মাঠে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামীর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বাংলাদেশ পূজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য বিজয় দত্ত অলক, হীরক গুন প্রমূখ।
পরে ভোটারদের মতামতের ভিত্তিতে রজত ঘোষ সভাপতি ও আনন্দ ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
#CBALO/আপন ইসলাম