টাঙ্গাইল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি সরকারের সময়ের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই। তিনি আজ শুক্রবার দুপুরে ঢাকার ধানমন্ডির এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরোলোক গমন করেন। মৃতৃকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর। তার বড় মেয়ের জামাই বচ্চন চক্রবতী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গৌতম চক্রবর্তী’র মৃত্যুতে টাঙ্গাইল-৬ আসনের বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু শোক প্রকাশ করেছেন। পারিবিরিক সুত্রে জানা গেছে, আজই তার মরদেহ টাঙ্গাইলের নাগরপুরের নিজ বাড়ীতে নিয়ে আসা হবে। পরে তার অন্তেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।উল্লেখ্য, গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসন হতে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মে, ২০২২