পাবনার আটঘরিয়ায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল এর করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগ।
বিক্ষোভ মিছিলটি উপজেলার আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তায় সমাবেশ করেন বিক্ষুবদ্ধরা।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র জনাব মোঃ শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোহাঈমীন হোসেন চঞ্চল।
সমাবেশে ছাত্রলীগ নেতা মোঃ খাইরুল হাসান নাসিমের সভাপতিত্বে মোঃ মুস্তাফিজুর রহমান মুরাদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম মুকুল, মোঃ আহসান উল্লাহ।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়ে গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান।
#CBALO/আপন ইসলাম