সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ারা খাতুন মিনি ও সাধারণ সম্পাদক সবিতা রানী টুনি।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনির সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে সভাপতি মনোয়ারা খাতুন মিনি, সহ সভাপতি লায়লা আরজুমান বানু ও সাধারণ সম্পাদক সবিতা রানী টুনি, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেআরা নাসরিন দোলনকে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনাহেনা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হোসনেআর লাভলী,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ ও খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।
#CBALO/আপন ইসলাম