❝ ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল ❞ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ শুভ উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা সুখময় সরকার।
রবিবার(২২ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ভূমিহীন ২৭ জনের মাঝে নামজারী প্রদান করা হয়। ভূমি অফিসে না এসেও ডিজিটাল ভূমি সেবা গ্রহণ- এর প্রতিপাদ্য সামনে রেখে চলমান নানা কার্যক্রমের অগ্রগতি সাধিত হয়েছে।
ইউএনও তিনি বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস গুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রতিদিন গণশুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানি গ্রহণ, মিসকেইসের দ্রুুত নিস্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়ে ক্যাপংি, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি, বেদখলকৃত খাসজমি উদ্ধার, মুজিববর্ষের ঘর নির্মাণেও খাস জমি উদ্ধার, অনলাইনে সায়রাতমহল ইজারা প্রদান, ভিপি সম্পত্তির লিজ নবায়নের ফি আদায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার,খাল ও ছড়া উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, নলডাঙ্গা থানার তদন্ত ওসি আকবর হোসেন, বীরমুক্তিযোদ্ধা নুরু ইসলাম ও সাংবাদিকগণ।
#CBALO/আপন ইসলাম