সিরাজগন্জের চৌহালী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক) (অনুর্ধ-১৭)-২০২২ আজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বার্হী অফিসার আফসানা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ হারুন অব রশিদ, পিআইও মজনু মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এম এ আরিফ সরকার, নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, বিআরডিবি অফিসার আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ, মীজানুর রহমান, সবুর খান,মাসুম সিকদার, আরিফ সরকার, সহ আমন্ত্রীত ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ৭দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় খাষপুকুরিয়া ইউনিয়ন বনাম খাষকাউলিয়া ইউনিয়ন দল। ইউনিয়ন দল বিজয়ী হয়। এ টুনামেন্ট আজ থেকে আগামী ২৫ মে পর্যন্ত চলবে।
#CBALO/আপন ইসলাম