ভাঙ্গুড়া উপজেলা পর্যায়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ছেলেদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ৪টায় উপজেলা খেলার মাঠে এই খেলা অনুষ্টিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন পাবনা-৩ (ভাঙ্গুড়া চাটমোহর ফরিদপুর) এর সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। ফাইনাল খেলায় অংশ নেয় ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদ ও ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ। খেলাটি ৯০ মিনিটে শেষ না হলে অতিরিক্ত ৫ মিনিট সময় দিলে ১-০ গোলে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ দিলপাশার ইউনিয়ন পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকন, দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান,মন্ডতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী মাষ্টার,ভাঙ্গুড়া প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সন্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। খেলাটি পরিচালনায় ছিলেন বি বি স্কুল এন্ড কলেজের ক্রিয়া শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, শরৎ নগর সিনিয়র মাদ্রাসার ক্রিয়া শিক্ষক মোঃ আব্দুল হামিদ,সহকারী হিসাবে ছিলেন,ভাঙ্গুড়া সরকারী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রিয়া শিক্ষক মোঃ হেদায়েতুল্লাহ ও বড়াল কিন্টারগার্ডেন এর ক্রিয়া শিক্ষক বি এম সানা উল্লাহ। খেলায় ধারা বর্ননা করেন মোঃ ফিরোজ মাহমুদ, শেখ শাকওয়াত হোসেন বি এ,আব্দুল জলিল কষ্ট।
#CBALO/আপন ইসলাম