তাড়াশ উপজেলায় নওগাঁ ইউনিয়নে মহেশরৌহালী গ্রামে কুকুরের কামরে অতিষ্ট জীব জন্তুু ও হুমকির মুখে জন জীবন। আজ বৃহস্পতিবার ১৯ শে মার্চ ২০২২ ইং সকাল ১২ টার দিকে, মহেশরৌহালী গ্রামে মোঃ রেজাউল করিম নামের এক ব্যক্তির চারটির ভেরা গুছর দিয়ে ছিল হাটি কুমরুল হাইওয়ে রোডের পাশ্বে মান্নান নগর নামক স্থানের দক্ষিণ পাশ্বে মাঠের মধ্যে। কিছু সময় যেতে না যেতে কুকুরের দল এসে ভেরা গুলোকে আক্রমণ করে এবং আছরে, কামরে পাঁচটি ভ্যারার মধ্যে দুইটি ভ্যারাকে হত্যা করে ফেলে। এমতো অবস্থায় ঐ মাঠের মধ্যে দিয়ে মোহাম্মদ বাংলা নামের এক ব্যক্রি যাচ্ছিল এবং তিনি ভেরাকে কামরানো দেখে ফেলে এবং তিনি তাৎক্ষণিক চিৎকার চেচামেচি করে,তার চিৎকার চেচামেচি শুনে মাঠের লোকজন দৌরে চলে আসে। লোকজনকে দেখে কূকুরগুলো দৌরে পালিয়ে যায়। এ ঘটনার কিছু দিন আগে ঐ গ্রামের মাছুদের ছেলে মোহাম্মদ আহাদ আলীকে কামরে পায়ের মাংস তুলে নিয়ে ছিল তাহার ছেলের জন্য প্রায় ১০০০০ টাকা ব্যয় করে আহাদকে সুস্থ্য করে বারি নিয়ে আসে। তাই তাড়াশ উপজেলার পশু ডাঃকে এই বিষয়টিকে নজরে রাখার জন্য মহেষরৌহালী গ্রামবাসি আশা বাদি।
#CBALO/আপন ইসলাম