রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রাঙামাটিতে শনাক্ত ৩৪৩ জন : এ মাসেই শুরু হচ্ছে রাঙামাটিতে করোনা পরীক্ষা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি :

রাঙামাটি পার্বত্য জেলায় এক সপ্তাহের ব্যাবধানে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে। যা গত সপ্তাহে ছিল ২৩১ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। আজ ২ জুলাই রাঙাটি সদরে নতুন শনাক্ত ২৫ জনসহ মোট শনাক্ত ১৯৮, জুরাছড়ি উপজেলায় নতুন শনাক্ত ৯ জনসহ মোট ১৫, কাপ্তাই নতুন শনাক্ত ৬ জনসহ মোট ৭৭, রাজস্থলী নতুন শনাক্ত ২ জনসহ মোট ৬, লংগদু নতুন শনাক্ত ২ জনসহ মোট ৯জন বাঘাইছড়ি উপজেলায় ১৪জন, বিলাইছড়ি জ ৫, বরকল ১ জন কাউখালী ১৯ জন এবং নানিয়ারচরে ২জন সহ জেলায় মোট শনাক্ত ৩৪৩ জন। রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল তথ্যটি নিশ্চিত করেন। এছাড়া ১ জুলাই করোনা উপসর্গ নিয়ে পূর্ব ট্রাইবেল আদামে ১ জনের মৃত্যু হয়েছে কিন্তু রিপোর্ট না আসায় এখনো নিশ্চিত নয় মৃত ব্যাক্তির করোনা পজেটিভ কিনা বলেন করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল ।

 

দ্রুতই বাড়ছে সংক্রমন, শনাক্ত, বাড়ছে আতংক। কার কখন কি হয় কেউ জানিনা। প্রত্যন্ত এ জেলার মানুষের অসহায় মুখগুলোর করোনা পরীক্ষার একমাত্র ভরসা বিভাগীয় শহর চট্টগ্রাম। এমনিতেই পিছিয়ে পড়া জনগোষ্ঠির বসবাস, অনুন্নত জীবনমান আর বিচ্ছিন্ন অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার মানুষের ‘মরার উপর খড়ার ঘা’ করোনা মহামারী। গত তিনমাস কর্মহীন জেলার দুর্গম উপজেলার মানুষ যখন বন্য আলু খেয়ে জীবন যাপন করছে করোনা তাদেরও করুনা করেনা। সরকার ঘোষিত সাধারন ছুটি শেষ হওয়ার একমাসের মধ্যে দ্বিগুন হয়েছে শনাক্ত। সংক্রমন কত কেউ জানিনা। এমনি দুঃসময়ে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ ও রাঙামাটি জেলার স্বাস্থ্য ব্যাবস্থাপনা, ত্রান কার্যক্রম তদারকি ও পরিবীক্ষণ সমম্নয়ক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্ব্হাী চেয়ারম্যান পবন চৌধুরী (সচিব) এর ঐকান্তিক প্রচেষ্টায় করোনা মহামারী সংক্রমনের এমন ঝুঁকিপূর্ণ সময়ে জেলাবাসীর মনে স্বস্তি দিয়েছে পিসিআর ল্যাব স্থাপনে বসুন্ধরা গ্রুপের সহায়তার অর্থ হস্তান্তর। ১ জুলাই বুধবার স্বাস্থ্য বিভাগের অফিস আদেশে জানা যায় রাঙামাটি সরকারী মেডিকেল কলেজে স্থাপন হচ্ছে করোনা টেষ্ট ল্যাব। জেলাবাসীর ক্ষণ গননা শুরু হয়েছে। এবিষয়ে করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, রাঙামাটি সরকারি কলেজে করোনা টেষ্টল্যাব স্থাপনের জন্য আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ক্রয় কমিটি কার্যক্রম শুরু করেছে। দুই তিন সপ্তাহের মধ্যে পিসিআর ল্যাব স্থাপন সম্পন্ন হবে। অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে রাঙামাটিতে করোনা পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়া করোনা মহামারীর সময়ে রাঙামাটির করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার নার্সদের খাবারের সমস্ত খরচ বহন করছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ বলেন ডা. মোস্তফা কামাল।

উল্লেখ্য, জেলায় মোট কোয়ারেন্টাইনে ৩২৭৮ জন। হোম কোরেন্টাইনে ২১৬৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১১১২ জন। এর মধ্যে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩১৮০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৮ জন। আইসোলেশনে রয়েছেন ৬ জন। সুস্থ হয়েছেন ১৪৪ জন।
এ পর্যন্ত ২১৭৬ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের ফৌজদারহাটে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ২০১০ জনের, রিপোর্ট অপেক্ষমান আছে ১৭৬ জনের।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ