পাবনার ভাঙ্গুড়ায় মানসিক ভারসাম্যহীন মধ্যবয়সি এক নারী (৫০) কে শ্লীলতাহানি করায় এলাকাবাসি গণধোলাই দিয়েছে রোকন আলী (৪৫) নামের এক যুবককে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া পৌরসভার ৯ নং ওয়াডের চৌবাড়িয়া হারোপাড়া মহল্লায়। রোকন ওই মহল্লার মোঃ সোবাহান আলীর ছেলে।
স্থানিয়রা জানায়, সোমবার (১৫ মে) গভীর রাতে রোকন মানসিক ভারসাম্যহীন ওই নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে র্ধষণরে চষ্টো করে। এসময় প্রতিবন্ধী নারীর ছেলে ফিরোজ মায়ের কান্নার শব্দ শুনে ঘড়ে আলো জালাতেই রোকন ধাক্কা দিয়ে দৌরে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা আটক করে গণধোলাই দেয়। পরে তাকে ভাঙ্গুড়া সরকারি হাসপাতালে ভর্তি কর হয়।
নাম গোপন রাখার সর্থে এক বৃদ্ধা বলেন এই রোকনের নির্যাতনে আমার ছেলের বউ চলে গেছে। তিনি আরো বলেন, রোকন আমাদের সমাজকে কুলোসিত করছে আমরা তার বিচার চাই।
ঘটনার সত্যতা শিকার করে ৯ নং ওয়ার্ড কমিশনার মোঃ সুলতান মাহমুদ বলেন, রোকন মাসে ৩০ দিনের মধ্য ২০ দিন কারো না কারো ঘরে ঢুকে ধরা পড়ে। তার দরবার সালিশ করতে করতে আমরা অতিষ্ট হয়ে উঠেছি।
ভাঙ্গুড়া থানার ওসি মোঃ ফয়সাল বিন আহসান বলেন, ঘটনা শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
#CBALO/আপন ইসলাম