পাবনার ভাঙ্গুড়ায় দিলপাশার ও বড়ালব্রীজ স্টেশনের মাঝে ট্রেনে কাটা পড়ে লবান প্রাং (৬৮) নামের একবৃদ্ধের মৃত্যু হয়। তিনি ভাঙ্গুড়া উপজেলার বাওনজান কৈডাঙ্গা গ্রামের মৃত মমতাজ প্রাং ছেলে। মঙ্গলবার (১৭ মে) সকালে দুই স্টেশনের মাঝে বাওনজান এলাকায় ধূমকেতু এক্সপ্রেসের চাপায় তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার অফিসার ইন্চার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লবান প্রাং রেল লাইনে সকালে ছাগল খাওয়াতে নিয়ে আসেন ছাগল খাওয়াতে খাওয়াতে রেল লাইনের উপরে ঘুমে পড়েন। এসময় সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে রাজশাহী গামী ধূমকেতু এক্সপ্রেসের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহ নিয়ে যান।
#CBALO/আপন ইসলাম