বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের গত ১৭ মার্চ, ২০২২ ইং তারিখে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ডে ক্যাম্প-২০২২ এ ঢাকা জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মুক্তদলের সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মোঃ হেমায়েত হোসেন রাতুল সোশ্যাল মিডিয়াগুলোতে হেমায়েত রাতুল নামে পরিচিত। সে তাড়াশের মৃত আলহাজ্ব মোঃ আবুল কাশেম মাষ্টার এর বড় নাতি এবং রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউজ্জামান নান্নুর বড় ছেলে। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেছে। ঢাকা জেলা রোভার এর ঐতিহ্যবাহী গিলওয়েল ওপেন স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট হিসেবে নিয়োজিত আছেন এবং এই দলের হয়েই নির্বাচনে অংশগ্রহণ করে জয় লাভ করেন। তার সাথে মহাম্মদ নুর হোসেন, শরিফুল ইসলাম খান, নাহিদা আক্তার সোমা এবং জয়নব আক্তার প্রীতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পুরোটা দিন সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করলেও নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাটি স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল।
#CBALO/আপন ইসলাম