খাগড়াছড়ির রামগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫০গ্রাম গাজা সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ। এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় দুইটি মামলা করা হয়েছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতররা হলেন মোহাম্মদ সবুজ মিয়া(৪১),মোহাম্মদ ইয়াসিন(২৯),মনির আহমেদ(২২),ধন্যচন্দ্র দে(২৫) ও মোহাম্মদ সেলিম(৩২) রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান,গতকাল শুক্রবার রাতে এবং আজ শনিবার পৃথকভাবে অভিযান চালিয়ে পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটকের ঘটনায় রামগড় থানায় পৃথকভাবে মাদক নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা করা হয়েছে।তিনি আরো জানানন মাদক দ্রব্য নিয়ন্ত্রনে আরো অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য,খাগড়াছড়ির সীমান্তবর্তী শহর রামগড়ে আশংকাজনকহারে বাড়ছে মাদক বিক্রি।মাদকের সহজলভ্যতায় কিশোর,তরুনররা ঝুঁকছেন এতে।স্থানীয়দের দাবী প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় রামগড়ে মাদকের বিস্তার লাভ করছে।
#CBALO/আপন ইসলাম