মঙ্গলবার , ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১লা শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে সুদের টাকার জন্য গৃহবধুর শ্লীলতাহানি মেয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মে, ২০২২

সুদি কারবারীর কাছ থেকে চার লাখ টাকা নিয়ে ১২ লাখ টাকা পরিশোধ করার পরও সুদি কারবারীর দাবীকৃত পাঁচ লাখ টাকা না দেয়ায় ব্যবসায়ীর বসতঘরে গিয়ে গৃহবধুর শ্লীলতাহানী করে তার বৃদ্ধা মাকে মারধর ও মেয়েকে তুলে নিয়ে যাবার হুমকির অভিযোগ পাওয়া গেছে। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের সুদি কারবারির হুমকিতে চরম আতংকের মধ্যে রয়েছে পরিবারটি।
শনিবার সকালে বাটাজোর গ্রামের হীরালাল দাসের ছেলে পান ব্যবসায়ী অজিত দাস অভিযোগ করে বলেন, গত পাঁচ বছর পূর্বে লক্ষণকাঠী গ্রামের সুদি কারবারি দাদন সরদারের কাছ থেকে ব্যবসার জন্য চার লাখ টাকা সুদে নিয়ে এ যাবত ১২ লাখ টাকা পরিশোধ করেছেন তিনি। এরপরও পাঁচ লাখ টাকা দাবী করে আসছে ওই সুদি কারবারি দাদন। গত বৃহস্পতিবার বিকেলে সুদি কারবারি দাদনের দাবীকৃত পাঁচ লাখ টাকার জন্য লোকজন নিয়ে তার (অজিত) বাড়িতে আসে দাদন। এসময় তাকে (অজিত) বাসায় না পেয়ে সুদের টাকার জন্য তার স্ত্রী’র হাত ধরে টানা হেচরা করে শ্লীলতাহানী ঘটিয়ে বাসা থেকে বের করার চেষ্টা চালায়।
তিনি আরও জানান, শুধু শ্লীলতাহানী ঘটিয়েই ক্ষান্ত হয়নি সুদি কারবারি দাদন সরদার। তার ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর করে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। পরবর্তীতে আশপাশের লোকজন এসে সুদি কারবারীর হাত থেকে পরিবারের সদস্যদের রক্ষা করে। সুদি কারবারির হাত থেকে রক্ষায় তিনি (অজিত) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, অজিত দাসের বাড়িতে ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি লোকজন নিয়ে নারীর হাত ধরে টানা হেচরা করতেছে সুদি ব্যবসায়ী দাদন। এমনকি টাকা না দিলে অজিতের মেয়ে-ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে লোকজন নিয়ে চলে যায় সুদি কারবারি।
বাটাজোর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল মান্নান জানান, সুদের টাকার জন্য একটি পরিবারের সাথে এরকম আচরন কাম্য নয়। ঘটনার সময় ভুক্তভোগি পরিবারটি ফোনে বিষয়টি জানিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে দাদন সরদার জানান, ধার বাবদ পাঁচ লাখ টাকা নিয়েছে অজিত দাস। এ যাবত তাকে মাত্র ৭০ থেকে ৮০ হাজার দিয়েছে। বাকি টাকা না দেয়ার জন্য মিথ্যে রটাচ্ছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।