পাবনার আটঘরিয়ার ঐতিহ্যবাহি ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২মে বৃহষ্পতিবার সকাল দশটায় ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদরাসার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ বাকী বিল্লাহ।
ধালেম্বর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুস সামাদের আমন্ত্রণে এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাহমুদ পুর মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল কুদ্দুস খান, দেবোত্তর দাখিল মাদ্রাসার সুপার মাও. জহুরুল ইসলাম খান, শিবপুর মাদরাসার অধ্যক্ষ নিজাম উদ্দিন, যাত্রাপুর মাদরাসার সুপার রফিকুল ইসলাম, শ্রীকান্তপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাকসুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ খান, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আলম,আসলাম হোসেন। অনুষ্ঠানটি পরিচালনায় করেন সহকারি শিক্ষক শহিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে অত্র মাদরাসার শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যবক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম