পাবনায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের নেতৃত্বে পাবনা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল কালাম, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ মনিরুজ্জামান, এসআই মাসুদ রানা, এসআই মেহেদী, এএসআই রবিউল ও ফোর্স সহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ০৫ মে রাত ১১.১৫ মিঃ পাবনা থানাধীন মুনসুরাবাদ আবাসিক রোড নং ০৫, ব্লক-খ, বাসা নং- ১৯১/০৩ এর নিচ তলার ভাড়াটিয়া মোঃ বিশু রনি (২১) ও মোঃ সুরুজ আলী (২৫) এর শয়ন কক্ষে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১৯ কেজি গাঁজা, ০৩ টি মোবাইল ফোন ও গাঁজা বিক্রয়ের নগদ ৮২০০/ টাকা সহ গ্রেফতার করেন।
মাদক ব্যবসায়ীরা হলেন, পাবনা সদরের মহিষ গাড়া, মালঞ্চি পাড়ার মোঃ সুমন খা এর ছেলে মোঃ বিশু রনি(২৬) ও মুনসুরাবাদ আবাসিক, রোড নং-৫, ব্লক নং- খ, বাসা নং- ১৮১/৩, এলাকার মোঃ সুজন হোসেন এর ছেলে মোঃ সুরুজ আলী প্রাং (২৫)।
পাবনা সদর থানা ওসি তদন্ত মোঃ আবুল কালাম বলেন, উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।
#CBALO/আপন ইসলাম