বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা জ্ঞাপন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মে, ২০২২
সকল সাংবাদিক, দেশবাসী সহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা)।
শুভেচ্ছা বার্তায় তরুণ-যুবক, ছাত্র-শিক্ষক, আলেম- ওলামা, ব্যবসায়ী, কৃষক-শ্রমিক, মেহনতি মজলুম জনতা, পেশাজীবি সংগঠন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সমাজকর্মী, সংবাদকর্মী, মানবাধিকার কর্মী, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীসহ সকল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও সালাম জানিয়ে তিনি বলেন- দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরেই এলো আবার খুশির ঈদ।
ঈদের দিন হলো মুসলমানদের জন্য আনন্দ এবং খুশির দিন। শরিয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ, খুশী উদযাপনে কোনো প্রকার বাধা নেই। তবে ইসলামবিরোধী কর্মকাণ্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা সম্পূর্ণ হারাম। তবে আমাদের দেশে বর্তমানে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে গরিব-দুঃখীরা বড় কষ্টে জীবনযাপন করছে। তাদের ঘরে আজ নেই ঈদের কোনো আনন্দ, খুশির আমেজ। তাই সেসব গরিব-দুঃখী, অসহায়দের মুখে হাসি ফোঁটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান করছি।
অসহায় মানুষকে সহযোগিতার মাধ্যমে এবার ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করতে এবং রমজান মাসের প্রকৃত শিক্ষা ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটিয়ে দেশে কল্যাণকামী সরকার বা নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে-আরো বলেন, ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।
নতুন প্রাণের সঞ্চার হোক দিগন্তজুড়ে।
সকল দুঃখ কষ্ট ভুলে হোক এবারের ঈদ।
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ।
আনন্দ হাসিখুশির মাধ্যমে
সকল প্রকার ভেদাভেদ-দ্বন্দ্ব ভুলে আমরা যেন ঈদ উদযাপন করি। দেশবাসী সহ সকলকে জানাই সালাম ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।