তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। প্রতি বছর এই দিনে শ্রমিককে মালিক পরিনত করি। এবারো তাঁর ব্যতিক্রম নাই।
শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় পালিত হয়েছে মহান মে দিবস।
রবিবার বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা মালিক, শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশ, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান।
#CBALO/আপন ইসলাম