বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈদের এক গুচ্ছ নাটকে মম শিউলী

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মে, ২০২২

দেশীয় টেলিভিশন নাটক – চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মম শিউলী এবারের ঈদে এক গুচ্ছ নাটক নিয়ে পর্দায় আসছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফরিদুর রেজা সাগরের ছোট কাকু উপন্যাস অবলম্বনে নির্মিত আট পর্বের নাটক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’। গুণী অভিনেতা – নির্মাতা আফজাল হোসেন পরিচালিত এই ঈদ ধারাবাহিকটি ঈদের দিন থেকে টানা আটদিন চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান মম শিউলী।

জনপ্রিয় এই অভিনয়শিল্পী অভিনীত ঈদের আরেকটি উল্লেখযোগ্য নাটক হলো ‘মারিয়া ওয়ান পিস’। সাজিন আহমেদ বাবু পরিচালিত এই নাটকের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন দেশের সঙ্গীতাঙ্গনের সুন্দরী ও জনপ্রিয় গায়িকা পড়শী। এতে মম শিউলী অভিনয় করেছেন পড়শীর মায়ের চরিত্রে। আর নায়ক চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। এটি প্রচার হবে আরটিভিতে।

মম শিউলী জানান, তার অভিনীত অন্যান্য নাটকগুলো হলো ‘একটি সনদ ও ফুল মিয়ার গল্প’ (এনটিভি), ‘এক চিলতে রৌদ্দুর’, ‘বিয়ে করে বিপদে’ (আরটিভি), ‘দুই লাইন বেশি বোঝে’ (আরটিভি), সাত পর্বের ‘রোগটি যখন প্রেম’ এবং বাংলাদেশ টেলিভিশনের ঈদের নিজস্ব নাটক ‘তোমাকেই ভালোবাসি’।

টেলিভিশন নাটকের পাশাপশি মম শিউলী দেশীয় চলচ্চিত্রের বেশ কয়েকটি তারকাবহুল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার অভিনীত মুক্তি পাওয়া তিনটি আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্র হলো ‘শিকারী’, ‘চালবাজ’, ‘অহংকার’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কলিজাতে দাগ লেগেছে’ নামের একটি চলচ্চিত্র।

অন্যদিকে, বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গর্বিত সদস্য মোসাম্মৎ মমতাজ বেগম ওরফে মম শিউলী মডেল হিসেবেও জনপ্রিয়। তিনি মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি’র একটি বিজ্ঞাপনচিত্রে দারুন জনপ্রিয়তা পেয়েছেন।

নিজের অভিনীত ঈদের নাটকগুলো সম্পর্কে মম শিউলী বলেন, বরাবরের মতো এবারও আমি প্রচুর নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু চাকুরীর ব্যস্ততার কারণে অনেক বেশি নাটকে অভিনয় করতে পারিনি। এরপরেও যেসব নাটকে অভিনয় করেছি, সবগুলোই অসাধারণ। আমার বিশ্বাস এসব নাটক দেখে সবাই মুগ্ধ হবেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।