সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের ইট ভাটার শ্রমিক সুধীর চন্দ্র মাহতোর মেয়ে আদিবাসী সম্প্রদায়ের দুঃস্থ মেধাবী শিক্ষার্থী সাধনা রাণী মাহাতোর লেখাপড়ার জন্য নগদ ১ লাখ টাকা দিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। সাধনা রাণী উল্লাপাড়া বিজ্ঞান কলেজে পড়ালেখা করত। পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় সে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। অর্থাভাবে তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছিল।
বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বিষয়টি জানতে পেরে সাধনা রাণী মাহাতোর লেখাপড়ার জন্য ১ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন বলে জানান সাংসদের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল।
শনিবার বেলা সাড়ে ১২টায় উল্লাপাড়া উপজেলার সাংসদের অফিস রুমে একান্ত সচিব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল এমপি তানভীর ইমাম এর পক্ষে সাধনা রানী মাহাতোর হাতে ১লাখ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম এবং সাধনা রাণীর বাবা সুধীর চন্দ্র মাহাতো।
সাধনা রাণী নগদ অর্থ পাবার পর তার অনুভূতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, সংসদ সদস্য তানভীর ইমাম এর দেওয়া এই টাকাটি তার লেখাপড়ার জন্য অনেক সহায়ক হবে। সে খুবই খুশি।
#CBALO/আপন ইসলাম