পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হরিদা খলসী সহ নলডাঙ্গা উপজেলাবাসীকে ও দেশ বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নলডাঙ্গা উপজেলার অরাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদান সংগঠন ❝ হরিদা খলসী যুব সংঘ পরিবারের ❞ প্রতিষ্ঠাতা সভাপতি, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নলডাঙ্গা রিপোর্টাস ইউনিটির সদস্য ও চলনবিলের আলো সাপ্তাহিক পত্রিকার নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি, সাংবাদিক মোঃ জামিল হায়দার জনি।
তিনি বলেন, এই বছরের ঈদ অতীতের অন্যান্য বছরের ঈদ উদযাপনের ন্যায় হবে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দে বার্তা। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদের উৎসব। পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়। ধনী,গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করেন তিনি। সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি ও কামনা করেন তিনি।
এছাড়া তিনি আরো বলেন, ২০১৯ সালে সেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদান এই কাজে ধারাবাহিক ভাবে কাজ করা অবস্থায় নিজের চিন্তাচেতনা থেকে অসহায় মানুষের সেবার পরিমাণ বাড়ানোর জন্য একদল মানবতা প্রেমীদের নিয়ে ২০১৯ সালে হরিদা খলসী গ্রামে গঠিত হয় একটি সামাজিক সেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদান সংগঠন হরিদা খলসী যুব সংঘ পরিবার, নলডাঙ্গা, নাটোর।
এছাড়াও তিনি আরো বলেন, ২০১৯ সাল থেকে অসহায় মানুষের সেবায় নিয়োজিত। একজন রক্তদাতা কর্মী হিসেবে সবার কাছে আমার অনুরোধ যে ❝ আসুন রক্ত দাতা তৈরি করি, নিজের প্রয়োজনে রক্ত নেই, অন্যের প্রয়োজনে রক্ত দেই ❞ সকল অসামাজিক কার্যকলাপ থেকে বিরর্ত থাকি।
সামাজিক সেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদান সংগঠন “ হরিদা খলসী যুব সংঘ পরিবারের” আমার শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী, বন্ধু প্রতীম অন্যান্য সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনসহ দেশ ও দেশের বাহিরে সবাইকে আমি ও আমার “ হরিদা খলসী যুব সংঘ পরিবার” সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
ঈদ সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। সবাইকে ঈদ মোবারক।
#CBALO/আপন ইসলাম