মৌলভীবাজার সদর উপজেলার সেন্ট্রাল রোডস্থ লাল কিল্লা হোটেল এর সামনে গত ২৫ এপ্রিল রাতে দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও খামার ব্যবসায়ী কাজী রায়হান (২৬) এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদসহ নেতৃবৃন্দরা। সাংবাদিক নেতারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান। হামলাকারীদের বিরুদ্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন না করলে পরবর্তীতে বিভিন্ন কর্মস‚চি গ্রহণ করার সিদ্বান্ত গ্রহন করা হয়। উক্ত ঘটনায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক নেতৃবৃন্দরা। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন। উল্লেখ্য- গত ২৫ শে এপ্রিল মৌলভীবাজার সদর থানাধীন সেন্ট্রাল রোডস্থ লাল কিল্লা হোটেলের সামনে রাত আনুমানিক ১২:০০ ঘটিাকায় সময় সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হন কাজী রায়হান। স্থানীয় লোকজন গুরুতর আহত রায়হানকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় আহত রায়হান এর মা সৈয়দা বেগম (৫৫) বাদী হয়ে কনকপুর গ্রামের জুয়েল খান, এনায়েত খান, ও ছায়েম মিয়া, ফরিদ মিয়া ও শিবলু মিয়াসহ অপ্সাতনামা ৩/৪জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা ( নং- ৩৫, তারিখ ঃ ২৮/০৪/২০২২,) জি.আর-১২৭) দায়ের করেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি মডেল থানার পুলিশ। এবং গুরুতর আহত রায়হান মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
#CBALO/আপন ইসলাম