রবিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই রজব, ১৪৪৭ হিজরি

নলডাঙ্গায় ঈদ উপলক্ষে ক্রেতাদের আনাগোনা থাকলেও বেচাকেনা কম

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
জমে উঠেছে নাটোরের নলডাঙ্গার ঈদ মার্কেট। ছোট ছোট বিপণি বিতান গুলোতে নতুন ডিজাইনের বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নতুন পোশাকে ঈদ কাটবে, এমন প্রত্যাশায় দিনের গরমকে উপেক্ষা করে ক্রেতারা আসছেন তাদের পছন্দের পোশাক কিনতে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে নলডাঙ্গা বাজারের ভিআইপি মার্কেট, মোহাম্মদ আলী প্লাজা ও লেকজান সুপার মার্কেট সহ বিভিন্ন ছোট বড় দোকানে ক্রেতাদের আনাগোনা বাড়ায় উৎসব মুখর পরিবেশে বেচা কেনা চললেও অন্যান্য বছরের চেয়ে ক্রেতাদের সংখ্যা কম বলে জানিয়েছেন ব্যাবসায়ীয়া।
জানা গেছে, ক্রেতাদের আকর্ষণ করতে প্রতিটি দোকানে নানান ডিজাইনের কাপড় সাজিয়ে এবং জুলিয়ে রেখেছেন দোকানিরা। এসব দোকানে নারী ও তরুণীদের জন্য রঙ-বেরঙের থ্রি-পিস, শাড়ি, ওয়ান পিচ, ল্যাহাঙ্গা ইত্যাদি পাওয়া যাচ্ছে। পুরুষদের জন্য রয়েছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও লুঙ্গী। ছোটদের জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের পোশাক। এদিকে জুতা ও কসমেটিকসের দোকানগুলোতে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো।
এদিকে ঈদ বাজারকে নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার মার্কেট ও বপনি বিতাওন গুলোতে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা নজরদারি করছে। যে কোন অপতৎপরতা মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।  এছাড়াও রাতে ও রাজধানী হতে  ঈদে বাড়ি ফিরা মানুষের নিরাপত্তায় পুলিশের টোহল টিম মাঠে কাজ করছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।