সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচিলা বাজারে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী মাকসুদা খাতুন (৩২) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই মারা যান। এলাকা সুত্রে জানা যায়, আরো গুরুতর আহত হন মাকসুদার স্বামী মোঃ মাজেদ ও তার একটি শিশু মেয়ে। এদেরকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাকসুদা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, মোঃ মাজেদ তার স্ত্রী মাকসুদা ও শিশু কন্যাকে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে গোবিন্দগঞ্জে ফিরছিলেন। পাঁচিলা বাজারের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
#CBALO/আপন ইসলাম