পাবনা জেলার ভাঙ্গুড়া থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নব-নির্মিত থানা ভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ওসি মুঃ ফয়সাল বিন আহসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। মাহফিলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোঃ জিন্নাহ আল-মামুন, সহকারি পুলিশ সুপার আরজুমা আক্তার, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামী লীগের (সাবেক) সভাপতি আব্দুর জব্বার ছানা, বর্তমান সভাপতি মোঃ লোকমান হোসেন প্রমুখসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মওলানা আব্দুল আলীম।
#CBALO/আপন ইসলাম